নিজস্ব বার্তা পরিবেশকঃ শেরপুরের নালিতাবাড়ীর প্রথম করোনা মৃত্যু কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র আহাম্মদ আলী (৩২)।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে – ১৮ মে সোমবার রাতে মৃত আহাম্মদ আলীর করোনা উপসর্গ ছিল বলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবের পাঠোনো রির্পোট অনুযায়ী মৃত আহাম্মদ আলীর শরীরে করোনা সংক্রমণের তথ্য মিলে । গত ১৫ মে আহাম্মদ আলী জেলা শেরপুর সদর হাসপাতালে ভর্তি হয়, ১৬ মে মারা যায় ।মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে পাঠোনো হয় । ১৮ মে রির্পোটটি জেলা স্বাস্থ্য বিভাগে পাঠোনোর পর সংবাদটি জানা গেছে। শেরপুরের সিভিল সার্জন ডাঃ আনওয়ারুর রউফ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ।