আশাশুনি প্রতিনিধিঃ সুপার সাইক্লোন আম্পানে ভেঙে যাওয়া আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী ভেড়ীবাঁধের ভাঙ্গন নির্মানের কাজ পরিদর্শন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। পরিদর্শনকালেে তিনি বলেন, আম্পানে শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি বাঁধ ভেঙে ৮ মাস যাবত এই অঞ্চলের মানুষ পানিবন্দী অবস্থায় দুর্বিষহ জীবনযাপন করেছে। অনেকে নিজের ভিটা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।অবশেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে বাংলাদেশ সেনাবাহিনী বাঁধ নির্মাণের দায়িত্ব গ্রহণ করেছেন এবং এখন এই বাঁধ নির্মাণ কাজ প্রায় সমাপ্তির দিকে। তিনি এই কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অব. কর্নেল মুনির, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, পাউবো’র এসও গোলা রাব্বি হাসান প্রমুখ।
আশাশুনির ভেড়ীবাঁধ নির্মাণ কাজের পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান
পূর্ববর্তী পোস্ট