বরিশাল : জাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে ৩০ জানুয়ারি ২০২১ শনিবার বিকাল ৫টায় ফকিরবাড়ী রোডস্থ জাসদের অস্হায়ী কার্যালয়ে অস্বচ্ছল জাসদ নেতা-কর্মীদের জন্য মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি জহিরুল ইসলাম খান পান্না’র(জেড.আই.খান) ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম খান আজ জাসদে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।
এ সময় আরো যোগদান করেন শিক্ষিকা কামরুন নাহার কলি, মেহেদী হাসান বাবু, ছাত্রনেতা সৈয়দ মাহিন প্রমুখ।
যোগদানকারী নেতাদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সভাপতি এড. আব্দুল হাই মাহাবুব, বরিশাল মহানগর জাসদের সভাপতি তাজ মোহাম্মদ স্বপন, সাধারণ সম্পাদক মোসলেম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক মুন্না প্রমুখ।
বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠার লক্ষে জাসদের পরিচালিত আন্দোলণ বাংলাদেশের এ সময়ে সঠিক ও সময়োপযোগী রাজনৈতিক পদক্ষেপ।