সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে করোনাভাইরাসের মহামারী প্রতিরোধে অসহায় মানুষের মাঝে এক হাজার মাস্ক বিতরণ করেন পৌর মেয়র নাদের বখত। গত বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের পৌরবিপণিস্থ, ট্রাফিক পয়েন্ট, মধ্যবাজার, পশ্চিমবাজার, সুরমা মার্কেট ও মাছ বাজারে ঘুরে ঘুরে এ মাস্ক বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর, পৌর কাউন্সিলর আবাবিল নুর, মো. মোশারফ হোসেন, চঞ্চল কুমার লৌহ, পৌরসভার সচিব মো. ইসহাক ভূইয়া, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ও মেয়রের ব্যক্তিগত সহকারী মো. নুরুল আমীন প্রমুখ।
সুনামগঞ্জ শহর ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করেন পৌর মেয়র
পূর্ববর্তী পোস্ট