স্টাফ রির্পোটার: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগরা তেতুলতলা বাজারে র্যাবের অভিযানে জীবিত তক্ষক সহ ২ প্রতারক চক্রেরে সদস্য আটক করা হয়েছে । তাদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা করা হয়েছে ।
গনমাধ্যমকেদেওয়া র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে ,ঝিনাইগাতী উপজেলার ঘাগরা তেতুল তলা বাজারে (বন্যপ্রাণী) জীবিত একটি তক্ষক সহ ঢাকা মগবাজারের নয়াটোলা এলাকার মৃত আশরাফুল করিমের ছেলে সিরাজুল করিম (৪০) ও শেরপুরের স্থানীয় মির্জাপুর কান্দিপাড়া গ্রামের শাহ-মাহমুদের ছেলে রফিকুল ইসলাম (৩৪)কে র্যাব -১৪ সিপিসি জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকুজ্জামানের নেতৃত্বে প্রতারক চক্রের ২ সদস্য আটক করেন । ।
র্যাবের জিজ্ঞাসা বাদে তারা জানান,তকক্ষকের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা । তারা আরও জানান তারা শেরপুর জেলায় বিভিন্নিস্থানে তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে ।